তুরস্কে প্রথম হাইপারস্কেল ক্লাউড অঞ্চল স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার আনকারায় তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কাউন্সিল এবং বিজ্ঞান একাডেমি ২০২৫ সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এর জন্য একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দেশটিকে একটি প্রধান ডিজিটাল হাব হিসেবে গড়ে তুলবে।
এরদোয়ান বলেন, “এই প্রকল্পটি ২০২৮–২০২৯ সালের মধ্যে কার্যক্রম শুরু করলে, তুরস্ক ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি ডিজিটাল সেতু স্থাপন করবে এবং আমাদের দেশ নিজ অঞ্চলের ডেটা হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আমাদের অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনগুলোকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং আমাদের জাতীয় পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ অনন্য ধারণা ও কাজের মাধ্যমে ভবিষ্যত তৈরি করতে হবে।”
এরদোয়ান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থা, ডেটা স্টোরেজ ও প্রসেসিং সেন্টার থেকে বেসামরিক প্রযুক্তি পর্যন্ত, তুরস্ক এমন উদ্যোগ এবং প্রকল্প গ্রহণ করছে যা অনেক দেশের প্রশংসা কুড়াচ্ছে।
তিনি বিজ্ঞানী এবং গবেষকদেরও অভিনন্দন জানিয়েছেন, যারা ইলেকট্রোকেমিস্ট্রি, সলিড-স্টেট মেকানিক্স, পরীক্ষামূলক মনোবিজ্ঞান, আরএনএ বায়োলজি, ডেন্টিস্ট্রি, স্নায়ুবিজ্ঞান, ইতিহাস ও দর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কারপ্রাপ্তরা অংশ নিয়েছেন, যা দেশের প্রতিটি অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক সক্ষমতায় উদ্ভাবনী অবদানকে প্রতিফলিত করে।
তুরস্কের প্রথম হাইপারস্কেল ডেটা সেন্টারটি নভেম্বর মাসে আনকারা-ভিত্তিক প্রতিষ্ঠান টার্কসেল এবং গুগল ক্লাউডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অধীনে পরিকল্পিত।
এই হাইপারস্কেল ক্লাউড অঞ্চলে একাধিক ডেটা সেন্টারের মাধ্যমে বিপুল কম্পিউটিং, স্টোরেজ এবং নেটওয়ার্কিং সক্ষমতা থাকবে, যা সরকার ও ব্যবসায়ীদের নিরাপদে ডেটা সংরক্ষণ এবং ডিজিটাল সেবা পরিচালনার সুযোগ দেবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

