যুদ্ধবিরতি সত্ত্বেও তীব্র খাদ্য সংকটে গাজার বাসিন্দারা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০: ১১
ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি সত্ত্বেও তীব্র খাদ্য সংকটে গাজার বাসিন্দারা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র আবির এতেফা জানান, ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য ও অন্যান্য মানবিক সহতায়তা সরবরাহ ব্যাহত হচ্ছে। যার ফলে দাতা সংস্থাগুলোকে ‘সময়ের সঙ্গে প্রতিযোগিতা’ করতে হচ্ছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এতেফা বলেন, গত মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সাহায্য সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

তবে গাজায় মাত্র দুটি সীমান্ত ক্রসিং খোলা রয়েছে, যার ফলে বিশ্ব খাদ্য কর্মসূচি ও অন্যান্য সংস্থাগুলোর ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের পূর্ণ প্রবেশাধিকার প্রয়োজন। দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবকিছুর প্রয়োজন। আমরা সময়ের সাথে প্রতিযোগিতা করছি। শীতকাল আসছে। মানুষ এখনো ক্ষুধার্ত এবং চাহিদা অত্যধিক।’

বিশ্ব খাদ্য কর্মসূচি বর্তমানে গাজাজুড়ে ৪৪টি খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করে। সংস্থাটি জানিয়েছে, তারা ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে খাদ্য প্যাকেজ সরবরাহ করেছে।

তবে ইতেফা সাংবাদিকদের বলেন, গাজায় খাদ্য পৌঁছানোর পরিমাণ অপর্যাপ্ত এবং উত্তর গাজায় পৌঁছানো এখনো একটি চ্যালেঞ্জ। উত্তর গাজায় গত আগস্ট মাসে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়।

তিনি বলেন, ‘চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহের জন্য, সকল ক্রসিং খোলা থাকা প্রয়োজন, বিশেষ করে উত্তরে। গাজার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে সম্পূর্ণ প্রবেশাধিকারও অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে খাদ্য দ্রুত এবং দক্ষতার সঙ্গে প্রয়োজনীয় স্থানে পরিবহন করা যায়।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত