পাঞ্জাবে ভয়াবহ বন্যায় অন্তত ২০ জন নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৫: ১০

ভয়ঙ্কর হয়ে উঠছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। পাঞ্জাব প্রদেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরো অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

বিজ্ঞাপন

দেশটির ভারি বৃষ্টিতে ৩টি গুরুত্বপূর্ণ নদীর পানি উপচে পড়ায় চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় হাজারের বেশি গ্রাম তলিয়ে গেছে, ডুবেছে ফসলের জন্য গুরুত্বপূর্ণ সব এলাকাও। গত এক সপ্তাহে পাঞ্জাবের বন্যা দুর্গত এলাকাগুলো থেকে ১০ লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টানা বৃষ্টি এবং প্রতিবেশী ভারত তাদের বাঁধগুলো থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেয়ার পর পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে বয়ে যাওয়া তিনটি প্রধান নদী ফুলে উঠে প্রায় দেড় হাজার গ্রাম ডুবেছে। কোথাও কোথাও কর্তৃপক্ষকে নদীর তীর রক্ষা বাঁধ ভাঙতে বাধ্য করেছে বলে জানিয়েছে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত