গাজা শান্তি চুক্তি নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৩: ২৬
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য গাজা যুদ্ধবিরতিকে ‘গুরুত্বপূর্ণ সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন তিনি। ইসরাইল-হামাস যুদ্ধবিরতিতে মধ্যস্ততা করায় যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ককে ধন্যবাদ জানান গুতেরেস। খবর আল জাজিরার।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে গুতেরেস জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নে সমর্থন দেবে জাতিসংঘ এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক পথ তৈরিতে কাজ করবে।

বিজ্ঞাপন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য যুদ্ধবিরতি ঘোষণাকে ‘গুরুত্বপূর্ণ সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন যে জাতিসংঘ এখন গাজায় সাহায্য সরবরাহের পাশাপাশি পুনরুদ্ধার এবং পুনর্গঠন প্রচেষ্টা বাড়াবে।

সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘সকল জিম্মিকে মর্যাদাপূর্ণভাবে মুক্তি দিতে হবে। একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। লড়াই চিরতরে বন্ধ করতে হবে। গাজায় নিরবচ্ছিন্নভাবে মানবিক সরঞ্জাম এবং প্রয়োজনীয় বাণিজ্যিক উপকরণ অবিলম্বে প্রবেশ নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে দুর্ভোগের অবসান ঘটাতে হবে।’

সংশ্লিষ্ট সকলকে চুক্তির শর্ত সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত