আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল বাভারিয়ার রাজপ্রাসাদ

আন্তর্জাতিক ডেস্ক

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল বাভারিয়ার রাজপ্রাসাদ

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে জার্মানির বাভারিয়ার রূপকথার রাজপ্রাসাদখ্যাত নিউশভানস্টাইন, হেরেনকিমজে ও লিন্ডারহফ। গত শনিবার দেশটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। প্যারিসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৭তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে ১৯ শতকের রাজা লুডভিগ দ্বিতীয়-এর নির্মিত এসব প্রাসাদের স্থাপত্য ও সাংস্কৃতিক গুরুত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এদিকে নিউশভানস্টাইন প্রাসাদ এখন জার্মানির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর প্রায় ১৪ লাখ দর্শনার্থী সেখানে যান। ১৯৫০-এর দশকে ওয়াল্ট ডিজনি সফরের পর এই প্রাসাদ থেকেই ডিজনির বিখ্যাত দুর্গ লোগোর অনুপ্রেরণা এসেছে।

বিজ্ঞাপন

বাভারিয়ার রাষ্ট্রপ্রধান মার্কাস সোডার এই স্বীকৃতিকে ‘বিশ্বব্যাপী এক বিরল সম্মান’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, নিউশভানস্টাইন হলো ‘বাভারিয়ার শ্রেষ্ঠ প্রতীক’। মার্কাস সোডার আরো বলেন, ‘আমাদের রূপকথার প্রাসাদগুলোর জন্য আজ একটি রূপকথা সত্যি হয়ে গেল।’

নিউশভানস্টাইন প্রাসাদে রয়েছে বিশাল শিল্প, সংস্কৃতির সমাহার। একই সঙ্গে কিছুটা ‘কিটশ ও ক্লিশের’ মিশেলও রয়েছে এটিতে।

‘বিশ্বের অনেক মানুষ এই দুর্গ দেখে ডিজনির কথা ভাবতে পারেন’ উল্লেখ করে সোডার আরো বলেন, ‘তবে কেবল নিউশভানস্টাইনই আসল, বাভারিয়ার হৃদয় থেকে উঠে আসা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...