আন্তর্জাতিক ডেস্ক
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে জার্মানির বাভারিয়ার রূপকথার রাজপ্রাসাদখ্যাত নিউশভানস্টাইন, হেরেনকিমজে ও লিন্ডারহফ। গত শনিবার দেশটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। প্যারিসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৭তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে ১৯ শতকের রাজা লুডভিগ দ্বিতীয়-এর নির্মিত এসব প্রাসাদের স্থাপত্য ও সাংস্কৃতিক গুরুত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এদিকে নিউশভানস্টাইন প্রাসাদ এখন জার্মানির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর প্রায় ১৪ লাখ দর্শনার্থী সেখানে যান। ১৯৫০-এর দশকে ওয়াল্ট ডিজনি সফরের পর এই প্রাসাদ থেকেই ডিজনির বিখ্যাত দুর্গ লোগোর অনুপ্রেরণা এসেছে।
বাভারিয়ার রাষ্ট্রপ্রধান মার্কাস সোডার এই স্বীকৃতিকে ‘বিশ্বব্যাপী এক বিরল সম্মান’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, নিউশভানস্টাইন হলো ‘বাভারিয়ার শ্রেষ্ঠ প্রতীক’। মার্কাস সোডার আরো বলেন, ‘আমাদের রূপকথার প্রাসাদগুলোর জন্য আজ একটি রূপকথা সত্যি হয়ে গেল।’
নিউশভানস্টাইন প্রাসাদে রয়েছে বিশাল শিল্প, সংস্কৃতির সমাহার। একই সঙ্গে কিছুটা ‘কিটশ ও ক্লিশের’ মিশেলও রয়েছে এটিতে।
‘বিশ্বের অনেক মানুষ এই দুর্গ দেখে ডিজনির কথা ভাবতে পারেন’ উল্লেখ করে সোডার আরো বলেন, ‘তবে কেবল নিউশভানস্টাইনই আসল, বাভারিয়ার হৃদয় থেকে উঠে আসা।’
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে জার্মানির বাভারিয়ার রূপকথার রাজপ্রাসাদখ্যাত নিউশভানস্টাইন, হেরেনকিমজে ও লিন্ডারহফ। গত শনিবার দেশটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। প্যারিসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৭তম অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে ১৯ শতকের রাজা লুডভিগ দ্বিতীয়-এর নির্মিত এসব প্রাসাদের স্থাপত্য ও সাংস্কৃতিক গুরুত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এদিকে নিউশভানস্টাইন প্রাসাদ এখন জার্মানির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছর প্রায় ১৪ লাখ দর্শনার্থী সেখানে যান। ১৯৫০-এর দশকে ওয়াল্ট ডিজনি সফরের পর এই প্রাসাদ থেকেই ডিজনির বিখ্যাত দুর্গ লোগোর অনুপ্রেরণা এসেছে।
বাভারিয়ার রাষ্ট্রপ্রধান মার্কাস সোডার এই স্বীকৃতিকে ‘বিশ্বব্যাপী এক বিরল সম্মান’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, নিউশভানস্টাইন হলো ‘বাভারিয়ার শ্রেষ্ঠ প্রতীক’। মার্কাস সোডার আরো বলেন, ‘আমাদের রূপকথার প্রাসাদগুলোর জন্য আজ একটি রূপকথা সত্যি হয়ে গেল।’
নিউশভানস্টাইন প্রাসাদে রয়েছে বিশাল শিল্প, সংস্কৃতির সমাহার। একই সঙ্গে কিছুটা ‘কিটশ ও ক্লিশের’ মিশেলও রয়েছে এটিতে।
‘বিশ্বের অনেক মানুষ এই দুর্গ দেখে ডিজনির কথা ভাবতে পারেন’ উল্লেখ করে সোডার আরো বলেন, ‘তবে কেবল নিউশভানস্টাইনই আসল, বাভারিয়ার হৃদয় থেকে উঠে আসা।’
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩ ঘণ্টা আগে