গুপ্তচরবৃত্তির দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিলো হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৬
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৩

গাজার তিনজন ব্যক্তিকে ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। গাজা শহরের জনাকীর্ণ রাস্তায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয়, যেখানে বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিল।

সোমাবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়,এই মৃত্যুদণ্ড ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর একটি সমন্বিত অভিযানের অংশ, যার উদ্দেশ্য হলো দখলদার ইসরাইলের সাথে সহযোগিতাকারীদের শনাক্ত করে শাস্তি দেওয়া। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ইসরাইলি গোয়েন্দাদের গোপন তথ্য সরবরাহ করছিলেন, যা প্রতিরোধ আন্দোলনের জন্য হুমকিস্বরূপ।

রোববারের মৃত্যুদণ্ড কার্যকরে উপস্থিত প্রতিরোধ বাহিনীর নিরাপত্তা মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রামি হেলেস, আহমেদ জুনদিহ এবং ইয়াসির আবু শাবাব—এই তিনজনকেই শিগগির একই পরিণতির মুখোমুখি হতে হবে।

দণ্ড কার্যকরের পর প্রতিরোধ বাহিনী শহরে লিফলেট বিতরণ করে, যাতে লেখা ছিল:‘আপনার জনগণ এবং তাদের ত্যাগের প্রতি আপনার বিশ্বাসঘাতকতা শাস্তি ছাড়াই যাবে না।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের আরো কয়েকটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে, যা গাজাবাসীর মধ্যে প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনকে আরও জোরদার করেছে।

এছাড়াও স্বাধীনতাকামী সংঘঠনগুলো ইতিমধ্যে সকল সন্দেহভাজন সহযোগীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। বিশেষভাবে "আবু শাবাব নেটওয়ার্ক" নামক একটি গুপ্তচরচক্রের সদস্যদের টার্গেট করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ইয়াসির আবু শাবাব, যিনি দক্ষিণ গাজার রাফাহ এলাকায় সক্রিয় বলে দাবি করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত