দুই সপ্তাহের মধ্যে পুতিন-জেলেনস্কি বৈঠক: জার্মান চ্যান্সেলর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৩: ১২
ছবি: রয়টার্স

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ইউক্রেন ইস্যুতে হোয়াইট হাউজে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। খবর দ্য টেলিগ্রাফের।

ওই বৈঠকে ইউক্রেন সংকট নিরসনে জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

জার্মান চ্যান্সেলর বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জেলেনস্কির সাথে বৈঠকে সম্মত হয়েছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট শীর্ষ সম্মেলনে যোগদানে সম্মত হন।

তিনি আরো বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছেন।’

চ্যান্সেলর বলেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে আরো একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা জানি না রাশিয়ার প্রেসিডেন্ট কি এমন শীর্ষ বৈঠকে অংশ নেওয়ার সাহস রাখবেন কিনা। তাই বোঝানো ও প্ররোচনা প্রয়োজন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে স্থানীয় সময় সোমবার এ বৈঠক হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা দিয়ে বৈঠক শেষ হয়।

আরএ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত