রাফাহ ক্রসিং বন্ধের ঘোষণা ইসরাইলের, যা বলছে হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৩: ০০
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাফাহ ক্রসিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, রাফাহ ক্রসিং বন্ধ রাখার ইসরাইলি সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে গত বুধবার রাফাহ ক্রসিংটি পুনরায় খোলার কথা ছিল।

বিজ্ঞাপন

২০২৪ সালের মে থেকে, ইসরাইলি সেনাবাহিনী রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের চলাচল বন্ধ করে দিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আক্রমণ শুরু হওয়ার আগে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ ছিল রাফাহ।

হামাস এক বিবৃতিতে জানায়, রাফাহ ক্রসিং বন্ধ রাখার মাধ্যমে চুক্তির মধ্যস্থতাকারীদের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে তেলআবিব।

হামাস বলছে, ‘রাফাহ ক্রসিং বন্ধ রাখার ফলে আহত ও অসুস্থদের সরিয়ে নেয়ার কাজে বাধা সৃষ্টি করছে। বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত করা, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় বিশেষ সরঞ্জামের প্রবেশে বাধা দেয়া এবং ফরেনসিক দলগুলোকে লাশ শনাক্ত করতে বাধা দেয়ার কারণে জিম্মিদের লাশ উদ্ধার এবং হস্তান্তর বিলম্ব হবে।’

হামাসের অভিযোগ ইসরাইল ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং বাধ্যবাধকতা এড়াতে মিথ্যা অজুহাত তৈরি করার অভিযোগ এনেছে হামাস।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত