জেলিফিশের কারণে বন্ধ হলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২৩: ১০
ছবি: সংগৃহীত

ফ্রান্সের উত্তরে অবস্থিত গ্রাভেলিনস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জেলিফিশের বিশাল ঝাঁকের আক্রমণে চারটি রিয়্যাক্টর বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎকেন্দ্রটির অপারেটর ইডিএফ জানায়, রিয়্যাক্টরের কুলিং সিস্টেমের ফিল্টার ড্রামে জেলিফিশ আটকে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হয়। তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এ খবর দিয়েছে।

বিজ্ঞাপন

ইডিএফ তাদের ওয়েবসাইটে বলেছে, চারটি ইউনিটের স্বয়ংক্রিয় শাটডাউনের ‘কোনো প্রভাব স্থাপনার নিরাপত্তাকর্মীদের নিরাপত্তা বা পরিবেশের ওপর পড়েনি। এ ছাড়াও, এই কেন্দ্রের অন্য দুইটি রিয়্যাক্টর আগে থেকেই রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল ।

গ্রাভলিনস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপারেটর বলেছেন, এই শাটডাউনগুলো পাম্পিং স্টেশনের ফিল্টার ড্রামে জেলিফিশের ব্যাপক ও অপ্রত্যাশিত উপস্থিতির ফলাফল। ঘটনার পর প্লান্টটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ইডিএফ জানিয়েছে, তিনটি উৎপাদন ইউনিট স্থানীয় সময় রবিবার রাতের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, এরপর সোমবার সকালেই চতুর্থটি বন্ধ হয়।

তারা আরো বলেছে, ‘প্লান্টের দলগুলো সক্রিয় রয়েছে এবং নিরাপদে উৎপাদন ইউনিটগুলো পুনরায় চালু করার জন্য বর্তমানে প্রয়োজনীয় সমস্যা নির্ণয় ও হস্তক্ষেপ করছে।’

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জেলিফিশের প্রজনন সময় দীর্ঘায়িত হচ্ছে এবং তারা নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতে আরও সমস্যা তৈরি করতে পারে।

গ্রাভেলিনস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পশ্চিম ইউরোপের অন্যতম বৃহত্তম, যেখানে ছয়টি রিয়্যাক্টর রয়েছে, প্রতিটি ৯০০ মেগাওয়াট ক্ষমতার। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের টিমগুলো নিরাপদে উৎপাদন পুনরায় শুরু করার জন্য কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত