আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তি প্রতিষ্ঠার অর্থ গাজায় গণহত্যার দায়মুক্তি নয়: স্পেন

আমার দেশ অনলাইন
শান্তি প্রতিষ্ঠার অর্থ গাজায় গণহত্যার দায়মুক্তি নয়: স্পেন
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ন্যায়বিচারের বিনিময়ে যেন গাজায় শান্তি প্রতিষ্ঠা করা না হয়। বরং যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

আজ (মঙ্গলবার) ক্যাডেনা এসইআর রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

বিজ্ঞাপন

স্প্যানিশ প্রধানমন্ত্রীর মতে, ‘শান্তি মানে গণহত্যাকে ভুলে যাওয়া নয়; এর অর্থ দায়মুক্তি নয়।’ তিনি বলেন, গাজায় সংঘটিত গণহত্যার মূল হোতাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

সানচেজ বলেন, স্পেন এবং ইউরোপ শান্তি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে; কেবল পুনর্গঠনেই নয়, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং শান্তি গঠনেও।

তিনি শান্তিরক্ষী হিসেবে গাজায় স্প্যানিশ সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি।

স্প্যানিশ প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে মাদ্রিদ ইসরাইলের ওপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখবে ‘যতক্ষণ না যুদ্ধবিরতি সুসংহত হয় এবং প্রক্রিয়াটি নিশ্চিতভাবে শান্তির দিকে এগিয়ে যায়।’

সাক্ষাতকারে তিনি আরো বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে সহিংসতা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের কাছে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে খোলামেলা সংলাপ এবং দুটি রাষ্ট্রের স্বীকৃতির সুযোগ রয়েছে।’

সোমবার মিশরে শান্তি সম্মেলেন অন্যান্য বিশ্বনেতাদের সাথে উপস্থিত ছিলেন সানচেজ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

এলাকার খবর
খুঁজুন