যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ভেনেজুয়েলার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৬
ছবি: মালে মেইল

ভেনেজুয়েলার একটি নৌযানে মার্কিন বাহিনীর হামলায় ১১ জন নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এনেছে ভেনেজুয়েলা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো এই অভিযোগ করেছেন। খবর আল আরাবিয়ার।

স্থানীয় সময় বুধবার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবেলো বলেন, ‘তারা যথাযথ প্রক্রিয়া ছাড়াই ১১ জনকে হত্যা করেছে। আমি জানতে চাই, এটা করা যায় কিনা?’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র দাবি করেছে নৌযানটিতে ভেনেজুয়েলা থেকে মাদক বহন করা হচ্ছিল। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নিহতরা ভেনেজুয়েলার গ্যাং ‘ট্রেন ডি আরাগুয়ার’ সদস্য।

তিনি জানান, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পরিবহন করছিল।

মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার আশেপাশে একটি মাদক বহনকারী নৌযানে হামলা করেছে। তার দাবি, ওই নৌযানে প্রচুর মাদক ছিল।

পরে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘আমার নির্দেশে, মার্কিন সামরিক বাহিনী সাউথকম এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রেন ডি আরাগুয়ার মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই হামলায় ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন, তাদের জন্য এটা একে সতর্ক বার্তা।’

এ ঘটনায় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরো বেড়েছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত