আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: খামেনি

আমার দেশ অনলাইন

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: খামেনি

ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার এক বক্তব্যে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প আসল সত্যটাই প্রকাশ করেছেন—যুক্তরাষ্ট্র কেবল তখনই সন্তুষ্ট হবে যখন ইরান আত্মসমর্পণ করবে। কিন্তু ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমরা শক্তিশালী জাতি।

বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

খামেনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইসরাইলকে ইঙ্গিত করে বলেছেন, অবৈধ ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র “সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল, যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

দখলদার ইসরাইলের সঙ্গে গত ১৩ জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর খামেনি গোপন স্থানে চলে যান। গত ২৪ জুন ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়। দখলদারদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত এটি কার্যকর আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন