আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা দখলের আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী

আমার দেশ অনলাইন

গাজা দখলের আহ্বান জানালেন ইসরাইলি মন্ত্রী
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের বসতি স্থাপনবিষয়ক মন্ত্রী ওরিট স্ট্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ড’কে ‘বাজে পরিকল্পনা’ হিসেবে অভিহিত করেছেন। ইসরাইলের নেতানিয়াহু সরকারকে গাজা দখলের আহ্বান জানিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার ইসরাইলের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে স্ট্রক বলেন, ‘এই বাজে পরিকল্পনার জন্য আমাদের সেনাদের বিপদে ফেলা উচিত নয়।’

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ট্রাম্প ‘শান্তি বোর্ড’-এর সনদে স্বাক্ষর করার কয়েক দিন পর তার এই মন্তব্য এলো।

গাজার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার বিরোধিতা করেন তিনি। বলেন, এ ধরনের পদক্ষেপের জন্য চড়া মূল্য দিতে হবে। স্ট্রক বলেন, ‘নিরস্ত্রীকরণ এবং হামাসকে পরাজিত করার পরে গাজায় একমাত্র ইসরাইলের কর্তৃত্ব থাকা উচিত।’

গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে, হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলোকে নিরস্ত্রীকরণ, উপত্যকা থেকে অতিরিক্ত ইসরাইলি সামরিক বাহিনী প্রত্যাহার ও পুনর্গঠন প্রচেষ্টা শুরু করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...