ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১০: ০২
আপডেট : ১৫ মে ২০২৫, ১০: ০৫
ছবি: সংগৃহীত

ভারতের মণিপুরের চান্দেল জেলায় বুধবার আসাম রাইফেলসের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ জন বন্দুকধারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি

বিজ্ঞাপন

পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ মে আসাম রাইফেলসের একটি ইউনিট ‘স্পিয়ার কর্পস’-এর অধীনে অভিযান পরিচালনা করে। ওই অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত।

Assam-Rifles 2

তিনি আরো জানান, অপারেশন পরিচালনার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত