স্প্যানিশ শহরে মুসলিমদের উৎসবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২৩: ০৩
ছবি: সংগৃহীত

স্পেন সরকার মুরসিয়া অঞ্চলের জুমিলা শহরে মুসলিম ধর্মীয় উৎসব সীমিত করার সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

শহরের পৌর পরিষদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করে ক্রীড়া কেন্দ্রে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করে। সমালোচকদের মতে, এই পদক্ষেপ মূলত মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতরসহ ঐতিহ্যবাহী উৎসব উদযাপন সীমিত করার উদ্দেশ্যে নেওয়া হয়। প্রস্তাবটি কট্টর-ডানপন্থী ‘ভক্স’ দল ও রক্ষণশীল ‘পপুলার পার্টি’র সমর্থনে পাস হয়। এমনকি বাজেট অনুমোদনের বিনিময় হিসেবেও এই প্রস্তাবের প্রতি সমর্থন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্পেনের অন্তর্ভুক্তি ও অভিবাসন প্রতিমন্ত্রী এলমা স্যানেজ প্রস্তাবটিকে ‘বর্ণবাদী’ উল্লেখ করে বলেন, এটি সংবিধানবিরোধী এবং নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের পরিপন্থী। ফলে কেন্দ্রীয় সরকার দ্রুত এই নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেয়।

প্রায় ২৭ হাজার জনসংখ্যার জুমিলা শহরে মুসলিমরা কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরে স্থানীয় ক্রীড়া কেন্দ্রে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মুসলিম সম্প্রদায় ছাড়াও ক্যাথলিক চার্চও অবস্থান নেয় এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান জানায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত