গাজায় যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছানোর কথা নিশ্চিত করল হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯: ৪২
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০: ২৮
ছবি: আল জাজিরা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফায় রাজি হয়েছে হামাস ও ইসরাইল। মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের এ ঘোষণার সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

আজ (বৃহস্পতিবার) ভোরে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হামাস জানায়, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মত হয়েছে। সেইসঙ্গে শান্তি প্রচেষ্টায় তুরস্ক, কাতার এবং মিশরের ভূমিকার প্রশংসাও করেছে তারা।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘হামাস ঘোষণা করছে যে গাজায় যুদ্ধের অবসান, দখলদার বাহিনী প্রত্যাহার, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তি হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টারও প্রশংসা করি, যার লক্ষ্য যুদ্ধের চূড়ান্ত অবসান এবং গাজা উপত্যকা থেকে দখলদার ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার।’

বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তির নিশ্চয়তাপ্রদানকারী রাষ্ট্র, বিভিন্ন আরব ও মুসলিম দেশ এবং ট্রাম্পকে সম্বোধন করে চুক্তির মেনে চলতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

হামাস জানায়, ‘আমরা জোর দিয়ে বলছি যে আমাদের জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না, আমরা আমাদের কথায় অটল থাকব এবং স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের মতো আমাদের জাতীয় অধিকার ত্যাগ করব না।’

শান্তি পরিকল্পনার ‘প্রথম দফায়’ দু’পক্ষ রাজি হয়েছে ট্রাম্পের এমন ঘোষণার পরপরই হামাস বিবৃতিতে দিয়ে জানায়, ইসরাইল এবং হামাস মার্কিন প্রস্তাবিত গাজা চুক্তির প্রথম ধাপে স্বাক্ষর করেছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত