আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ইইউকে নির্ভরতা কমাতে হবে: উরসুলা

আমার দেশ অনলাইন

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ইইউকে নির্ভরতা কমাতে হবে: উরসুলা

বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নকে অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়ন। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিল শীর্ষ সম্মেলনের আগে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তির শক্তিশালী নেটওয়ার্কই এই লক্ষ্য অর্জনের প্রধান উপায়।

ভন ডার লিয়ন দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। তার ভাষায়, মার্কোসুর একটি সম্ভাব্য ৭০ কোটি ভোক্তার বাজার, যেখানে মুক্ত বাণিজ্যের পক্ষে একই মানসিকতার দেশ রয়েছে। তিনি বলেন, ইইউর জন্য রাজনৈতিক অনুমোদন নিশ্চিত করা এবং স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

তবে এই চুক্তি নিয়ে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে তীব্র বিভক্তি দেখা দিয়েছে। ফ্রান্স ও ইতালির নেতৃত্বে কয়েকটি দেশ চুক্তির বিরোধিতা করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, ইইউ পর্যায়ে জোর করে চুক্তি বাস্তবায়নের যে কোনো প্রচেষ্টার প্যারিস দৃঢ় বিরোধিতা করবে। ফ্রান্সের দাবি, সুরক্ষা ধারা, নিয়ন্ত্রণ এবং তথাকথিত মিরর ব্যবস্থায় স্পষ্টতার অভাব রয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, বর্তমান অবস্থায় চুক্তিটি স্বাক্ষরের জন্য অকাল। তিনি ইউরোপীয় কৃষকদের সুরক্ষায় অতিরিক্ত পারস্পরিক নিশ্চয়তার প্রয়োজনীয়তার কথা বলেন, যদিও আগামী বছরের শুরুতে সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে জার্মানি ও স্পেন চুক্তিটির জোরালো সমর্থক। তারা মনে করে, দুর্বল প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ার সময় এটি ইউরোপীয় রপ্তানিকারকদের সহায়তা করবে এবং বাণিজ্য অংশীদারিত্ব বৈচিত্র্যময় করবে।

তবে ইউরোপজুড়ে কৃষকদের বিরোধিতা বাড়ছে। কৃষি ইউনিয়নগুলোর আশঙ্কা, পরিবেশগত ও স্বাস্থ্যগত মান শিথিল হলে সস্তা আমদানিতে গরুর মাংস, হাঁস-মুরগি ও চিনির মতো খাত ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থায় বৃহস্পতিবার ব্রাসেলসে হাজার হাজার কৃষকের বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন