ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মূল দাবিতে দ্বিগুণ জোর দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, মস্কোর দাবি করা ইউক্রেনীয় ভূখণ্ড থেকে কিয়েভ সেনা প্রত্যাহার করলেই কেবল যুদ্ধ বন্ধ হবে। কিয়েভ সেনা প্রত্যাহার না করলে মস্কো অস্ত্রের জোরে এটি অর্জন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। খবর সিএনএনের।
ইউক্রেনের দখল করা অঞ্চলগুলোর আইনি স্বীকৃতির জন্য পুতিন দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছেন। এর মধ্যে রয়েছে ২০১৪ সালে সংযুক্ত করা দক্ষিণ ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ডনবাস অঞ্চল।
তবে ডনবাসের অংশগুলো ছেড়ে দোয়ার কথা অস্বীকার করছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে অবজ্ঞা করছে।
বৃহস্পতিবার মধ্য এশীয় প্রজাতন্ত্র কিরগিজস্তানে সাংবাদিকদের পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল আগামী সপ্তাহের শুরুতে মস্কো সফর করবে। ক্রেমলিন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
পুতিন বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন ইউক্রেনীয় সেনারা ডনবাস থেকে চলে যাবে, যা লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল নিয়ে গঠিত।
পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধে নতুন খসড়া পরিকল্পনা রাশিয়াকে দেখানো হয়েছে এবং এটি যুদ্ধের অবসানের জন্য ভবিষ্যতের চুক্তির ‘ভিত্তি’ হতে পারে।
বুধবার ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মাত্র কয়েকটি বিষযে মতবিরোধ অবশিষ্ট রয়েছে।
আরএ


১৯ দেশের গ্রিন কার্ডধারীদের পুনঃমূল্যায়নের ঘোষণা যুক্তরাষ্ট্রের