গাজায় একদিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল: নেতানিয়াহু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২: ২৭
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২: ২৯
ছবি: টাইমস অব ইসরাইল

গাজায় গত রোববার ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইলি বাহিনী। পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ (মঙ্গলবার) এক প্রতিবেদনে একথা জানায় সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

নেতানিয়াহু নেসেটে সংসদ সদস্যদের বলেন, ‘আমাদের এক হাতে অস্ত্র আছে, অন্য হাত শান্তির জন্য প্রসারিত।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আপনারা দুর্বলদের সাথে নয়, ক্ষমতাবানদের সাথে শান্তি স্থাপন করুন। এখন ইসরাইল আগের চেয়েও শক্তিশালী।’

ইসরাইল রোববার জানায়, হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে। এর প্রতিক্রিয়ায় তারা গাজায় বিমান হামলা শুরু করে।

গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখদলদার বাহিনীর হামলায় অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জন।

গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত