আল জাজিরার প্রতিবেদন
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন যুদ্ধের আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে খুব কম পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করত। যা মাত্র ৩ শতাংশ। কিন্তু যুদ্ধ শুরুর পর এই হার বেড়ে ২০২৫ সালে গড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। ভারতের এই সস্তা তেল আমদানির নেপথ্যে মূল ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানি।
শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, ২০২৫ সালের প্রথম সাত মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজয়ের জামনগর রিফাইনারি রাশিয়া থেকে ১৮.৩ মিলিয়ন টন তেল আমদানি করেছে, যার মূল্য ৮.৭ বিলিয়ন ডলার। ২০২৪ সালের তুলনায় এটি ৬৪ শতাংশ বেশি। রাশিয়ান তেল প্রসেস করে তৈরি করা পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ বিভিন্ন পণ্য বিশ্বের নানা দেশে রপ্তানি করেছে জামনগর শোধনাগার।
এই রপ্তানির ৪২ শতাংশই গেছে এমন দেশগুলোতে, যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে ১৭ বিলিয়ন ইউরোর পণ্য ইউরোপীয় ইউনিয়নে এবং ৬.৩ বিলিয়ন ডলারের পণ্য গেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র এসব পণ্যের মধ্যে অন্তত ২.৩ বিলিয়ন ডলারের পণ্য রাশিয়ার অপরিশোধিত তেল থেকে প্রস্তুত হয়েছে।
পরিমাণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর জামনগর শোধনাগার থেকে তেল পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ১.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
এছাড়া, রাশিয়ার রোসনেফ্ট মালিকানাধীন নাইরা এনার্জিও ভারতীয় বাজারে রাশিয়ান তেলের আরেক বড় আমদানিকারক। তাদের ভাদিনার শোধনাগারে এই বছর রাশিয়ান তেলের অংশ ৬৬ শতাংশ।
বিশ্লেষকদের মতে, ভারত এই সস্তা তেল আমদানির মাধ্যমে শুধু রিলায়েন্সকেই লাভবান করেনি, বরং নিজ দেশের অর্থনৈতিক ঘাটতিও কমিয়েছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে সমালোচনা করেছেন, অভিযোগ করে বলেছেন যে, ভারত এইভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সুবিধা দিচ্ছে। ফলে ট্রাম্প দ্বিগুণ করে ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্কারোপ করে।
এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে রিলায়েন্স রসনেফটের সঙ্গে ১০ বছরের একটি চুক্তিও করেছে। ফলে ভবিষ্যতে এই নিষেধাজ্ঞার প্রভাব কী হবে তা এখনই বলা যাচ্ছে না।
সব মিলিয়ে, ভারতের রাশিয়া থেকে সস্তা তেল আমদানির এই কৌশলে মুকেশ আম্বানি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইউক্রেন যুদ্ধের আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে খুব কম পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করত। যা মাত্র ৩ শতাংশ। কিন্তু যুদ্ধ শুরুর পর এই হার বেড়ে ২০২৫ সালে গড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। ভারতের এই সস্তা তেল আমদানির নেপথ্যে মূল ভূমিকা রেখেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানি।
শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, ২০২৫ সালের প্রথম সাত মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজয়ের জামনগর রিফাইনারি রাশিয়া থেকে ১৮.৩ মিলিয়ন টন তেল আমদানি করেছে, যার মূল্য ৮.৭ বিলিয়ন ডলার। ২০২৪ সালের তুলনায় এটি ৬৪ শতাংশ বেশি। রাশিয়ান তেল প্রসেস করে তৈরি করা পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ বিভিন্ন পণ্য বিশ্বের নানা দেশে রপ্তানি করেছে জামনগর শোধনাগার।
এই রপ্তানির ৪২ শতাংশই গেছে এমন দেশগুলোতে, যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে ১৭ বিলিয়ন ইউরোর পণ্য ইউরোপীয় ইউনিয়নে এবং ৬.৩ বিলিয়ন ডলারের পণ্য গেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র এসব পণ্যের মধ্যে অন্তত ২.৩ বিলিয়ন ডলারের পণ্য রাশিয়ার অপরিশোধিত তেল থেকে প্রস্তুত হয়েছে।
পরিমাণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর জামনগর শোধনাগার থেকে তেল পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ১.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
এছাড়া, রাশিয়ার রোসনেফ্ট মালিকানাধীন নাইরা এনার্জিও ভারতীয় বাজারে রাশিয়ান তেলের আরেক বড় আমদানিকারক। তাদের ভাদিনার শোধনাগারে এই বছর রাশিয়ান তেলের অংশ ৬৬ শতাংশ।
বিশ্লেষকদের মতে, ভারত এই সস্তা তেল আমদানির মাধ্যমে শুধু রিলায়েন্সকেই লাভবান করেনি, বরং নিজ দেশের অর্থনৈতিক ঘাটতিও কমিয়েছে। তবে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে সমালোচনা করেছেন, অভিযোগ করে বলেছেন যে, ভারত এইভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সুবিধা দিচ্ছে। ফলে ট্রাম্প দ্বিগুণ করে ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্কারোপ করে।
এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে রিলায়েন্স রসনেফটের সঙ্গে ১০ বছরের একটি চুক্তিও করেছে। ফলে ভবিষ্যতে এই নিষেধাজ্ঞার প্রভাব কী হবে তা এখনই বলা যাচ্ছে না।
সব মিলিয়ে, ভারতের রাশিয়া থেকে সস্তা তেল আমদানির এই কৌশলে মুকেশ আম্বানি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২৭ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪০ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
২ ঘণ্টা আগে