গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯: ৪২
ফাইল ছবি

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পর্যবেক্ষণের জন্য একটি যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে আমেরিকা। বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা এপি।

তবে এই সেনাদের কেউ অবরুদ্ধ গাজা অঞ্চলে প্রবেশ করবেন না বলে নিশ্চিত করেন ওই দুই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এই টাস্কফোর্সে মিসর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

সেনা মোতায়েনের সুনির্দিষ্ট স্থান এখনো নির্ধারণ করা হয়নি। তবে পরিকল্পনা অনুযায়ী একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে এই সেনারা ইসরাইলি বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, গাজার ভেতরে কোনো আমেরিকান সেনা প্রবেশ করবে না।

এ উদ্যোগের মাধ্যমে ওই কর্মকর্তারা আশা করছেন, নতুন শান্তিচুক্তি আঞ্চলিক উত্তেজনা হ্রাস করবে এবং ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ প্রশস্ত করবে।

ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে এর আগেও আমেরিকা সক্রিয় ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ‘আবরাহাম চুক্তি’র মাধ্যমে ইসরাইল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। নতুন এ উদ্যোগকেও ওই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত