আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পর্যবেক্ষণের জন্য একটি যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে আমেরিকা। বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা এপি।
তবে এই সেনাদের কেউ অবরুদ্ধ গাজা অঞ্চলে প্রবেশ করবেন না বলে নিশ্চিত করেন ওই দুই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এই টাস্কফোর্সে মিসর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।
সেনা মোতায়েনের সুনির্দিষ্ট স্থান এখনো নির্ধারণ করা হয়নি। তবে পরিকল্পনা অনুযায়ী একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে এই সেনারা ইসরাইলি বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, গাজার ভেতরে কোনো আমেরিকান সেনা প্রবেশ করবে না।
এ উদ্যোগের মাধ্যমে ওই কর্মকর্তারা আশা করছেন, নতুন শান্তিচুক্তি আঞ্চলিক উত্তেজনা হ্রাস করবে এবং ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ প্রশস্ত করবে।
ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে এর আগেও আমেরিকা সক্রিয় ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ‘আবরাহাম চুক্তি’র মাধ্যমে ইসরাইল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। নতুন এ উদ্যোগকেও ওই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পর্যবেক্ষণের জন্য একটি যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে আমেরিকা। বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা এপি।
তবে এই সেনাদের কেউ অবরুদ্ধ গাজা অঞ্চলে প্রবেশ করবেন না বলে নিশ্চিত করেন ওই দুই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এই টাস্কফোর্সে মিসর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।
সেনা মোতায়েনের সুনির্দিষ্ট স্থান এখনো নির্ধারণ করা হয়নি। তবে পরিকল্পনা অনুযায়ী একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে এই সেনারা ইসরাইলি বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, গাজার ভেতরে কোনো আমেরিকান সেনা প্রবেশ করবে না।
এ উদ্যোগের মাধ্যমে ওই কর্মকর্তারা আশা করছেন, নতুন শান্তিচুক্তি আঞ্চলিক উত্তেজনা হ্রাস করবে এবং ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ প্রশস্ত করবে।
ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে এর আগেও আমেরিকা সক্রিয় ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ‘আবরাহাম চুক্তি’র মাধ্যমে ইসরাইল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। নতুন এ উদ্যোগকেও ওই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের জেরে রাজধানী লিমা এবং বন্দর প্রদেশ ক্যালাওতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট হোসে জেরি। ক্রমবর্ধমান অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছেন তিনি।
১৫ মিনিট আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, গাজা একটি স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন, যা আগামী কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হবে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
৪৪ মিনিট আগেতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেনাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার নাইজার রাজ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কারটি উল্টে যায়। এর পরপরই স্থানীয়রা ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন। কিছুক্ষণ পরেই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
১ ঘণ্টা আগে