আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক দশক পর কারামুক্ত গাদ্দাফির ছেলে

আমার দেশ অনলাইন

এক দশক পর কারামুক্ত গাদ্দাফির ছেলে
হানিবাল গাদ্দাফি। ছবি : সংগৃহীত

লেবাননে বিনা বিচারে প্রায় এক দশক কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হানিবাল গাদ্দাফি।

গতকাল সোমবার ৪৯ বছর বয়সী হানিবালকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।

বিজ্ঞাপন

তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারকাজ সম্পন্ন না করে জামিন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

হানিবালের আইনজীবী লরাঁ বায়ন বলেন, জামিনের ৯ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। এর মধ্য দিয়ে হানিবালের ১০ বছরের দুঃস্বপ্নের অবসান হলো।

এর আগে আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়।

লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল-সদর। ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন তিনি। সূত্র : বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন