আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ‘কল অব ডিউটি’র সহ-নির্মাতা

আমার দেশ অনলাইন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ‘কল অব ডিউটি’র সহ-নির্মাতা

বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি’–র সহ-নির্মাতা ভিন্স জাম্পেলা এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস (ইএ) সোমবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর।

বিজ্ঞাপন

স্থানীয় সম্প্রচারমাধ্যম এনবিসি৪–এর বরাতে জানা গেছে, রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি পাহাড়ি সড়কে নিজের ফেরারি গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন জাম্পেলা।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) এক বিবৃতিতে জানায়, “অজ্ঞাত কারণে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি কংক্রিটের বাধায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।” দুর্ঘটনায় চালক ও গাড়িতে থাকা এক যাত্রী গুরুতর আহত হন এবং পরে দুজনই মারা যান। সিএইচপি নিহতদের নাম প্রকাশ করেনি।

প্রত্যক্ষদর্শীরা সামাজিক মাধ্যমে দুর্ঘটনাস্থলের ভিডিও শেয়ার করেন, যেখানে পাহাড়ি রাস্তায় আগুনে জ্বলতে থাকা লাল রঙের ফেরারি গাড়িটি দেখা যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন।

ভিন্স জাম্পেলা বিশ্বজুড়ে জনপ্রিয় বহু ভিডিও গেম তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রথম-ব্যক্তি সামরিক শুটার ঘরানার গেমে তাঁকে একজন পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। তাঁর স্টুডিওগুলো তৈরি করেছে ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমগুলোর কয়েকটি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন