ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৮: ৩৩

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনীয় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটিতে থাকা পাইলটও নিহত হন।

রোববার ইউক্রেনীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘পাইলট তার কাছে থাকা সব অস্ত্র ব্যবহার করে সাতটি লক্ষ্যবস্তু ধ্বংস করেন। শেষেরটি ধ্বংস করতে গিয়ে তার বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং তা উচ্চতা হারায়।’

এতে বলা হয়, পাইলট বিমানটি রক্ষার জন্য যথাসাধ্য সবকিছু করেছেন। তবে বিমান থেকে বের হওয়ার যথেষ্ট সময় পাননি তিনি।

সামরিক বাহিনী জানায়, শনিবার দিবাগত রাতে ইউক্রেন ভূখণ্ড লক্ষ করে ৪৭৭টি ড্রোন ও ৬০টি মিসাইল ছোড়ে রাশিয়া। এর মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি মিসাইল ধ্বংস করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত