আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তেল বহনকারী ছয়টি জাহাজসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কয়েকজন আত্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভেনেজুয়েলার উপকূল থেকে একটি ট্যাঙ্কার আটকের একদিন পর এ নিষেধাজ্ঞা দেয়া হলো। খবর বিবিসির।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রীর তিন ভাগ্নে, তাদের সঙ্গে যুক্ত ছয়টি তেল ট্যাঙ্কার এবং শিপিং কোম্পানি।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি কিনতে করতে পারবেন না, কোনো মার্কিন নাগরিকের সঙ্গে ব্যবসায় অংশীদার হতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রে যদি তাদের কোনো সম্পদ-সম্পত্তি থাকে, তাহলে ‘ফ্রিজ’ করা হবে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানান, ভেনেজুয়েলার আটককৃত জাহাজ স্কিপার অবৈধ তেল পরিবহনের সঙ্গে জড়িত ছিল। এটিকে যুক্তরাষ্ট্রের বন্দরে নিয়ে যাওয়া হবে।

ট্যাঙ্কার জব্দের ঘটনাকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে কারাকাস।

ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগ তুলেছে। অন্যদিকে ভেনেজুয়েলার অভিযোগ, তাদের তেল সম্পদ দখলে নেয়ার চেষ্টা করছে ওয়াশিংটন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তালেবান থেকে লিখিত নিশ্চয়তা চায় পাকিস্তান

একাত্তরের চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে, তারাই ব্যর্থ হয়েছে

নিজ দায়িত্বে পোস্টার-ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতা করবে ইরান

বিশ্বজুড়ে ছড়াচ্ছে মারাত্মক ফ্লু ভ্যারিয়েন্ট, যে সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন