মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার নিজ বাসভবনে পড়ে যাওয়ার পর মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এক সহকারী বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে মাহাথির নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। সহকারী সুফি ইউসুফ জানান, বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান এবং পরে পর্যবেক্ষণের জন্য তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তিনি সচেতন আছেন, তবে আপাতত তাকে স্থায়ীভাবে ভর্তি করা হবে কি না, তা জানা যায়নি।
মাহাথির মোহাম্মদের আগে হৃদ্রোগের জন্য বাইপাস সার্জারি করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মালয়েশিয়াকে দ্রুত আধুনিকীকরণের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপক সম্মানিত ও জনপ্রিয় ছিলেন।
তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সময় তার বয়স ছিল ৯৪ বছর, তখন তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত নেতা ছিলেন।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

