আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, সাম্প্রতিক তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে।
আফগানিস্তান ভিত্তিক টোলোনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এএনডিএমএ-এর মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হামাদ বলেন, ‘তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে ৬১ জন নাগরিক নিহত হয়েছেন, ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তীব্র তুষারপাত ও সড়ক যোগাযোগ বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র ও জরুরি পরিষেবায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তারা জরুরি সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এএনডিএমএ এর তথ্যমতে, কাবুল, পারওয়ান, পাঞ্জশির, বামিয়ান, দাইকুন্ডি, ময়দান ওয়ারদাক, গজনি, হেরাত, ঘোর, বাদগিস, ফারিয়াব, সার-ই পোল, বলখ, সামানগান ও নুরিস্তান প্রদেশে এ প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১১০ জন। এছাড়া ৪৫৮টি আবাসিক বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।
গজনির বাসিন্দা সফিউল্লাহ বলেন, “প্রচুর বরফ পড়ছে। রোগীদের হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই। আমরা সরকারের কাছে সহায়তা চাইছি।”
হেরাতের বাসিন্দা মোহাম্মদ দাউদ বলেন, “একদিকে প্রচণ্ড শীত, অন্যদিকে বেকারত্ব—দুই দিক থেকেই মানুষ চরম চাপে রয়েছে।”
গজনির আরেক বাসিন্দা জাবিহুল্লাহ বলেন, “সারা দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ খুব খারাপ অবস্থায় রয়েছে। তাদের গরম পোশাক ও জরুরি সহায়তা দরকার।”
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, অবকাঠামোগত স্থিতিস্থাপকতা এবং উন্নত পূর্ব সতর্কতা ব্যবস্থা জোরদার করা জরুরি।
প্রতিবছর শীতের আগমন ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আফগানিস্তানের হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


তদন্তের মুখে চীনের সামরিক বাহিনীর দুই শীর্ষ নেতা
আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের সমালোচনায় প্রিন্স হ্যারি