আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ ইসরাইলের হাইকোর্টের

আমার দেশ অনলাইন

পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ ইসরাইলের হাইকোর্টের
ছবি: মিডল ইস্ট মনিটর

অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ানের বাতন আল-হাওয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আদেশ দিয়েছে ইসরাইলের হাইকোর্ট। সেই সঙ্গে ফিলিস্তিনিদের এই সম্পত্তিগুলো ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে হস্তান্তারের নির্দেশ দেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।

এ ধরনের রায়ের ফলে যেকোনো সময় জোরপূর্বক উচ্ছেদ ও বাস্তুচ্যুতির আশঙ্কায় রয়েছে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি বাসিন্দারা।

বিজ্ঞাপন

পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় অবস্থিত বাতন আল-হাওয়া দীর্ঘদিন ধরে ইসরাইলি কর্তৃপক্ষ এবং বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই এলাকায় হাজার হাজার ফিলিস্তিনি বাস করে।

অধিকৃত পূর্ব জেরুজালেমের ‘ওল্ড সিটি’সংলগ্ন ফিলিস্তিনি মহল্লা সিলওয়ানে ইসরাইল বাড়ি ভাঙা এবং উচ্ছেদনীতি ত্বরান্বিত করেছে।

সিলওয়ানের আল-বুস্তান মহল্লায় ‘কিংস গার্ডেন’ নামে একটি পার্ক তৈরির পরিকল্পনা করছে ইসরাইল। এজন্য কয়েক ডজন বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং আরো অনেক বাড়ি ভাঙার আশঙ্কা করা হচ্ছে।

বাতন আল-হাওয়া থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে সরিয়ে দিয়ে সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের স্থানান্তর করা হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সিলওয়ানে ইসরাইলের গৃহীত সিদ্ধান্তগুলো ফিলিস্তিনি বাসিন্দাদের বাস্তুচ্যুত করার লক্ষ্যে নেওয়া একটি বৃহত্তর নীতির অংশ।

পূর্ব জেরুজালেম কংক্রিটের দেওয়াল ও কাঁটাতার দিয়ে বেষ্টিত, যার বেশির ভাগই পশ্চিম তীরের ভূমিতে নির্মিত হয়েছিল। ইসরাইল দাবি করেছে, তারা নিরাপত্তার কারণে প্রাচীরটি নির্মাণ করেছে, অন্যদিকে ফিলিস্তিন ও জাতিসংঘ বলছে, এটি ফিলিস্তিনি ভূমি দখলের পরিকল্পনার অংশ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...