আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু

আমার দেশ অনলাইন

অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং প্রথম ধাপের কিছু ইস্যু অমীমাংসিত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

বুধবার গাজায় ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটি গঠিত হয়েছে, যা দৈনন্দিন শাসন ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে। কমিটি যুক্তরাষ্ট্র সমর্থিত ‘শান্তি বোর্ড’-এর তত্ত্বাবধানে কাজ করবে, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ মিশর, তুরস্ক ও কাতার জানিয়েছে, রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলি শাথ কমিটির নেতৃত্ব দেবেন।

প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা, মানবিক সহায়তা প্রবেশ ও হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। তবে কেবল একজন ইসরাইলি জিম্মির দেহাবশেষ ছাড়া সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি বাহিনী গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়গুলো এখনো অমীমাংসিত।

দ্বিতীয় ধাপ মূলত অস্ত্র পরিত্যাগ, শাসনব্যবস্থা পুনর্গঠন এবং মানবিক সহায়তা নিশ্চিত করার দিকে মনোযোগ দেবে। তবে রাজনৈতিক মূল সমস্যা—হামাসের অস্ত্রত্যাগ ও ফিলিস্তিনি ঐক্য—এখনো সমাধান হয়নি, যা ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...