আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামলা হলেই সর্বাত্মক যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

হামলা হলেই সর্বাত্মক যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
ছবি: জিও নিউজ

যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে ইরান। উপসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন বিশাল রণতরি অগ্রসর হওয়ার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। খবর জিও নিউজের।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে দেশে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বিশাল নৌবহর। ইরানের ওপর নজর রাখতেই এই নৌবহর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এর প্রতিক্রিয়ায় ইরানের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করি সংঘাত সৃষ্টির জন্য রণতরি পাঠানো হয়নি। তবে আমাদের সেনাবাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। এ কারণেই ইরান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যেকোনো আক্রমণ, তা সীমিত বা ব্যাপক যা-ই হোক না কেন, আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে এবং এটি মোকাবিলার জন্য আমরা যথাসাধ্য কঠোর প্রতিক্রিয়া জানাব।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমরা জবাব দেব।’ ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা নির্দিষ্ট করে বলতে তিনি অস্বীকৃতি জানান।

তিনি বলেন, ‘কেউ ইরানে আক্রমণ করার সাহস করলে তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা ছাড়া আর কোনো বিকল্প নেই।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন