কিউবার কাছে তেল বিক্রি করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। তবে এই নির্বাহী আদেশে শুল্কের পরিমাণ বা কোন দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে, তা নির্ধারণ করা হয়নি। এই সিদ্ধান্ত বাণিজ্যমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
কিউবার ওপর চাপ সৃষ্টি করে মার্কিন জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
এই আদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে শুল্ক আরোপের বিষয়ে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে।
নির্বাহী আদেশ অনুসারে, কিউবা ও তেল সরবরাহী দেশগুলো যদি হুমকি মোকাবিলা করতে বা মার্কিন জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকতে পারেন ট্রাম্প।
১৯৬২ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কিউবা বেশির ভাগ তেল কেনে ভেনেজুয়েলা থেকে। তবে হাভানার গুরুত্বপূর্ণ মিত্র নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে কার্যকরভাবে ভেনেজুয়েলার তেল রপ্তানির নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যা বললেন ট্রাম্প