আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা ‘শান্তি বোর্ড’কে ঐতিহাসিক সুযোগ বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

গাজা ‘শান্তি বোর্ড’কে ঐতিহাসিক সুযোগ বললেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গাজা ‘শান্তি বোর্ড’ ফিলিস্তিনিদের দীর্ঘস্থায়ী দুর্ভোগের সমাধান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফিদান বলেন, এই পর্ষদ গাজার মানবিক চাহিদা পূরণে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শান্তির ভিত্তি স্থাপনে সহায়তা করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে গাজার জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে, শান্তি বোর্ড উপত্যকার ভবিষ্যৎ গঠনে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করার ক্ষেত্রে একটি শক্তিশালী ভূমিকা পালন করবে।’

ফিদান ফিলিস্তিনের বিষয়ে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এমন একটি ভবিষ্যত গঠন সম্ভব, যেখানে গাজার জনগণের অধিকার সুরক্ষিত হবে এবং তারা শান্তিতে বসবাস করতে সক্ষম হবে।

হোয়াইট হাউস গাজার প্রশাসনের জন্য একটি জাতীয় কমিটি অনুমোদনের পাশাপাশি শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে। এই কমিটি গাজায় অন্তর্বর্তীকালীন শাসনকাজ তদারকি করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এই উদ্যোগ গত নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন