আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপিতে যোগ দিলেন সাবেক শিবির নেতা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বিএনপিতে যোগ দিলেন সাবেক শিবির নেতা

বগুড়ায় বিএনপিতে যোগ দিয়েছেন ছাত্রশিবিরের একটি ইউনিয়নের সাবেক সেক্রেটারি। শুক্রবার সন্ধ্যায় বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক শিবির নেতা আলামিন। তিনি কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবির সেক্রেটারি ছিলেন।

বিবৃতিতে জানানো হয়, মোশারফ হোসেনের বগুড়া শহরের বাসায় যোগদান অনুষ্ঠান আয়োজন করা হয়। তার রাজনৈতিক কক্ষে উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন শিবির নেতা আলামিন। তাকে ফুলের মালা পরিয়ে বরণ এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান মোশারফ হোসেন।

বিজ্ঞাপন

এ সময় কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, ইউপি সদস্য মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রশিবির ত্যাগ করে বিএনপিতে আসা আলামিন বলেন, ২০২০ সাল থেকে জামায়াতে ইসলামীর রাজনীতি করেছি। ওয়ার্ড ছাত্রশিবির সভাপতির দায়িত্বে ছিলাম। ২০২৪ সাল থেকে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবির সেক্রেটারি। আগেকার জামায়াত আর এখনকার জামায়াত এক নয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ পতনের পর ক্ষমতার লোভে যেনতেন অবস্থা। ধর্ম পুঁজি করে অনেকে ক্ষমতার রাজনীতি করে। ইসলাম বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করতে চাই না।

তিনি বলেন, বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন বগুড়া-৪ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার ক্লিন ইমেজ আর ধানের শীষ প্রতীকের প্রতি এখানকার সবারই আস্থা রয়েছে। শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে। নিজের ইচ্ছায় বিএনপিতে যোগদান করেছি। যোগদানের পর থেকেই বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমার সিদ্ধান্ত কখনোই পরিবর্তন হবে না।

আলামিন বিএনপিতে যোগদানের কথা স্বীকার করে জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাব্বির হোসেন আমার দেশকে বলেন, বেশ কিছুদিন আগেই আলামিনকে বহিষ্কার করা হয়েছে। দুই মাস ধরে তিনি বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের সঙ্গে থেকে নির্বাচনের কাজকর্ম করছেন। এ ঘটনায় তাকে একমাস আগে বহিষ্কার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন