
উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহকের কয়েকটি পয়েন্টে অবরোধ করে।
পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা এলাকায়। আন্দোলনরত শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ হস্তক্ষেপ করে।
কারখানার শ্রমিক সামসুন্নাহার বলেন, ‘গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত ২৩ তারিখ কারখানার প্রায় সব শ্রমিক আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা এসে বেতন পরিশোধের আশ্বাসে আন্দোলন বন্ধ করেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছিল, সোমবার থেকে পুরোদমে কারখানা চালু হবে। কিন্তু গত সোমবার কর্মস্থলে এসে দেখি মূল ফটকের সামনে কারখানা বন্ধের অনির্দিষ্টকালের নোটিশ।
পুলিশ আমাদের আশ্বাস দেয় যে ২৮ অক্টোবর মঙ্গলবার ১০টার দিকে কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবে। কিন্তু কারখানা ফটকের সামনে এসে দেখি কারখানা বন্ধের নোটিশ। এরপরই শ্রমিকেরা রাস্তায় নামে। রাস্তায় নামার পরপরই পুলিশ এসে কোনো কথা না বলে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।’
অন্য শ্রমিক সুমন বলেন, ‘বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি শ্রমিকদের সঙ্গে অন্যায়।’
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ‘২৩ অক্টোবর বেতন দাবির সময় শ্রমিকরা কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভাঙচুর করে। তাই মালিকপক্ষের সিদ্ধান্তে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, ‘শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন কিন্তু পরে মহাসড়ক অবরোধ করায় আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি। তবু তারা দফায় দফায় রাস্তায় নামছেন।’

গাজীপুরের শ্রীপুরে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহকের কয়েকটি পয়েন্টে অবরোধ করে।
পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা এলাকায়। আন্দোলনরত শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ হস্তক্ষেপ করে।
কারখানার শ্রমিক সামসুন্নাহার বলেন, ‘গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত ২৩ তারিখ কারখানার প্রায় সব শ্রমিক আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এরপর পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা এসে বেতন পরিশোধের আশ্বাসে আন্দোলন বন্ধ করেন। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছিল, সোমবার থেকে পুরোদমে কারখানা চালু হবে। কিন্তু গত সোমবার কর্মস্থলে এসে দেখি মূল ফটকের সামনে কারখানা বন্ধের অনির্দিষ্টকালের নোটিশ।
পুলিশ আমাদের আশ্বাস দেয় যে ২৮ অক্টোবর মঙ্গলবার ১০টার দিকে কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবে। কিন্তু কারখানা ফটকের সামনে এসে দেখি কারখানা বন্ধের নোটিশ। এরপরই শ্রমিকেরা রাস্তায় নামে। রাস্তায় নামার পরপরই পুলিশ এসে কোনো কথা না বলে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।’
অন্য শ্রমিক সুমন বলেন, ‘বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি শ্রমিকদের সঙ্গে অন্যায়।’
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ‘২৩ অক্টোবর বেতন দাবির সময় শ্রমিকরা কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভাঙচুর করে। তাই মালিকপক্ষের সিদ্ধান্তে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, ‘শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন কিন্তু পরে মহাসড়ক অবরোধ করায় আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করি। তবু তারা দফায় দফায় রাস্তায় নামছেন।’

ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তিনি জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল করছেন। এরপর একটি মোবাইল ফোন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বের করে ‘জয় বাংলা’ স্লোগান দেন।
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে বাদি ও তার স্ত্রী-সন্তানদের উপর বিএনপিপন্থি আইনজীবীদের প্রকাশ্যে হামলার ঘটনায় ফতুল্লা পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন রাজিয়া সুলতানা নামের এক নারী।
২১ মিনিট আগে
খুলনার দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
৩৩ মিনিট আগে
বাঁশখালীতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে অর্ধ ডজন মামলার আসামি আবুল হাসান ও শওকত ইসলাম নামে দুইজনকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
১ ঘণ্টা আগে