নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০: ০৮

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের চাঁপাতুলী গ্রামে নিখোঁজের তিন দিন পর মো. রিপন ওরফে শিপন (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত রিপন ওই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে এলাকায় এক মাহফিল চলাকালে রিপন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিন দিন ধরে পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় চাঁন মিয়ার পুকুরে ভাসমান অবস্থায় রিপনের লাশ দেখতে পান গ্রামবাসী।

স্থানীয়দের অভিযোগ, রিপন একই গ্রামের বিশ্বজিতের স্ত্রী জয়ন্তীর (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। তাদের ধারণা, এই সম্পর্কের জের ধরেই জয়ন্তীর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে রিপনকে হত্যা করে পুকুরে ফেলে দেয়।

নিহতের বাবা রমিজ উদ্দিন ও মা আমেলা খাতুন আমার দেশকে বলেন, রিপনকে বিশ্বজিৎ ডেকে নিয়ে গেছে। আর জীবিত ফেরত দেয়নি। আমরা ছেলে হত্যার ন্যায়বিচার চাই।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার (ওসি তদন্ত) শামছুল আলম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে বলে জানান ওসি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ পরিবহন উপদেষ্টা

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত ২

রাজধানীর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ

জার্মানিতে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি সিরীয় অভিবাসীরা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত