আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদাবাজির টাকায় ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: শিবির সেক্রেটারি

খুলনা ব্যুরো
চাঁদাবাজির টাকায় ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে একটি দল: শিবির সেক্রেটারি

দেশের প্রশাসন শক্তিশালী পক্ষের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, একটি দল চাঁদাবাজি-টেন্ডারবাজির টাকা ব্যবহার করে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে ক্রমেই অবনতি হচ্ছে আইনশৃঙ্খলার। দলীয় অন্তর্কোন্দলে ইতোমধ্যে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আছে। তারা একটি নির্দিষ্ট পক্ষের দিকে ঝুঁকে পড়ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি। এ জন্য সাম্প্রতিককালে সহিংসতাও বেড়ে গেছে।

গত ১ নভেম্বর থেকে ৫৪টি দলে বিভক্ত হয়ে খুলনা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট এ টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল খেলায় দৌলতপুর থানার ১ নম্বর ওয়ার্ড ও খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড মুখোমুখি হয়। খালিশপুর ৯ উইকেটে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলাশেষে বিজয়ী দলকে নগদ ১৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলকে নগদ ১০ হাজার টাকা ও রানারআপ ট্রফি তুলে দেওয়া হয়। আর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খালিশপুর দলের নাহিদ।

যুববিভাগের মহানগরী সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি হামিদুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে গুলি জুলাইযোদ্ধাদের হত্যাযোগ্য করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

হাদিকে গুলি আরেকটি ওয়ান-ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র, নেপথ্যে আ.লীগ-ভারত

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

এলাকার খবর
খুঁজুন