নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীকে মারধর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালত প্রাঙ্গণে স্বামী-সন্তানসহ মামলার বাদীকে মারধরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানসহ ছয় আসামির জামিন মঞ্জুর করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ তাদের জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, মামলার শুনানির পর আদালত সাখাওয়াত হোসেনসহ ছয় আসামির জামিন মঞ্জুর করে।
জামিন পাওয়ার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমার ক্লিন ইমেজ নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে- আমি নাকি প্রশাসনকে ফোন করে মামলা নিতে নিষেধ করেছি। কিন্তু আমি কখনো কাউকে ফোন করিনি।
ফতুল্লায় গত রোববার চেক জালিয়াতির মামলার শুনানিতে যাওয়ার পথে আদালত প্রাঙ্গণে রাজিয়া সুলতানা ও তার স্বামী-সন্তানের ওপর হামলা করা হয়। এতে রাজিয়া সুলতানা, তার স্বামী মো. ইরফান মিয়া এবং দুই ছেলে জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫) আহত হয়। ওই হামলার জন্য সাখাওয়াত হোসেন এবং তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী।
ওই ঘটনায় ভুক্তভোগী রাজিয়া সুলতানা ‘হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর, চুরি ও শ্লীলতাহানি’র অভিযোগে গত বুধবার ফতুল্লা থানায় মামলা করেন। এতে সাখাওয়াতসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করা হয়।
তবে আসামির তালিকায় সাখাওয়াতের নাম থাকায় পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি বলে অভিযোগ করেন মামলার বাদী রাজিয়া সুলতানা। পুলিশ মামলা গ্রহণ না করার প্রতিবাদে রাজিয়া তার স্বামী-সন্তানকে নিয়ে ফতুল্লা থানার সামনে অবস্থান নেন। এরপর বুধবার মামলা গ্রহণ করে পুলিশ।
মামলার আসামি সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালত প্রাঙ্গণে স্বামী-সন্তানসহ মামলার বাদীকে মারধরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানসহ ছয় আসামির জামিন মঞ্জুর করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ তাদের জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, মামলার শুনানির পর আদালত সাখাওয়াত হোসেনসহ ছয় আসামির জামিন মঞ্জুর করে।
জামিন পাওয়ার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমার ক্লিন ইমেজ নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে- আমি নাকি প্রশাসনকে ফোন করে মামলা নিতে নিষেধ করেছি। কিন্তু আমি কখনো কাউকে ফোন করিনি।
ফতুল্লায় গত রোববার চেক জালিয়াতির মামলার শুনানিতে যাওয়ার পথে আদালত প্রাঙ্গণে রাজিয়া সুলতানা ও তার স্বামী-সন্তানের ওপর হামলা করা হয়। এতে রাজিয়া সুলতানা, তার স্বামী মো. ইরফান মিয়া এবং দুই ছেলে জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫) আহত হয়। ওই হামলার জন্য সাখাওয়াত হোসেন এবং তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী।
ওই ঘটনায় ভুক্তভোগী রাজিয়া সুলতানা ‘হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর, চুরি ও শ্লীলতাহানি’র অভিযোগে গত বুধবার ফতুল্লা থানায় মামলা করেন। এতে সাখাওয়াতসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করা হয়।
তবে আসামির তালিকায় সাখাওয়াতের নাম থাকায় পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি বলে অভিযোগ করেন মামলার বাদী রাজিয়া সুলতানা। পুলিশ মামলা গ্রহণ না করার প্রতিবাদে রাজিয়া তার স্বামী-সন্তানকে নিয়ে ফতুল্লা থানার সামনে অবস্থান নেন। এরপর বুধবার মামলা গ্রহণ করে পুলিশ।
মামলার আসামি সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।


আমতলী উপজেলা স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো: ইদ্রিস আলী হাওলাদার আমার দেশকে বলেন, প্রায় ৭০% কাজ শেষ হয়েছে । ঠিকাদারকে জরুরি ভিত্তিতে ব্রিজের কাজ সমাপ্ত করার জন্য তাগিদ দেয়া হয়েছে। চলতি বছরের শেষের দিকে কাজ শেষ হয়ে যাবে।
১৫ মিনিট আগে
উৎপাদন খরচ লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় বগুড়ায় পোলট্রি শিল্প বড় ধরনের সংকটে পড়েছে। গত তিন বছরে জেলার দুই শতাধিক খামার বন্ধ হয়ে গেছে। ফলে কমে গেছে ডিম ও মাংস উৎপাদনও। যারা টিকে আছেন, তারাও বেশ চাপের মুখে ব্যবসা চালাচ্ছেন। তাই অনেকে ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন।
৩১ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী ফুলজোড় নদীর ব্রিজের ওপর থেকে দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ব্রিজের ওপর দুই শিশুকে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী তাদের কাছে রাখেন। পরে স্থানীয় প্রশাসনকে খবর দেন তারা।
২ ঘণ্টা আগে
নিষেধাজ্ঞা শেষে গত শনিবার মধ্যরাত থেকেই ইলিশ শিকারে নদীতে নেমেছেন বরিশালসহ দক্ষিণাঞ্চলের লক্ষাধিক জেলে। দীর্ঘ বিরতির পর জীবনের চাকা ঘোরাতে নদীতে নেমে উচ্ছ্বসিত তারা। এর পরিপ্রেক্ষিতে গত রোববার সকাল থেকেই উৎসবমুখর হয়ে উঠেছে বরিশালের পোর্ট রোডের মৎস্য আড়ত এলাকা।
২ ঘণ্টা আগে