রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিড়ি জব্দ

রাজশাহী অফিস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৩: ৪৯

রাজশাহী ব্যাটালিয়ন-১ (বিজিবি) কর্তৃক সীমান্তে এক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও পাতার বিড়ি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

২৬ অক্টোবর (রোববার) রাত সাড়ে ৯টায় চরমাজারদিয়া ও সাহেবনগর বিওপি এলাকায় বিজিবির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬১/x-১-এস এবং ৪৫/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।

এ অভিযানে মালিকবিহীন একটি প্লাস্টিকের বস্তায় ২২ বোতল ভারতীয় মদ এবং ১টি প্লাস্টিকের ব্যাগে ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় মদ দামকুড়া থানায় এবং পাতার বিড়ি রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ রোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত