চাঁদপুরসহ বিভিন্ন জেলায় গ্যাস সরবরাহ বিঘ্ন

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২: ৪৮
আপডেট : ১৯ জুন ২০২৫, ১৩: ১৮

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) জাহাজ থেকে সরবরাহ করা যাচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।

বিজ্ঞাপন

বাখরাবাদ গ্যাস চাঁদপুর আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি জানান, চাঁদপুর এলাকায় গ্যাসের একমাত্র সোর্স সাগরের এলএনজি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি মহেশখালী টার্মিনাল হয়ে কুমিল্লার লাকসামের বিজরা নামক স্থান থেকে চাঁদপুরে আসে।

সাগর উত্তাল কিংবা প্রাকৃতিক বৈরীভাব দেখা দেয়ায় টার্মিনাল ও জাহাজের নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ/ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে চাঁদপুর জেলার ১ টি বিদ্যুৎ কেন্দ্র,৫ টি সিএনজি স্টেশনসহ ২০ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আবহাওয়ার বৈরীভাব চলে গেলে ন্যূনতম সময়ে গ্যাস সরবরাহ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত