আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঁচবিবি সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

পাঁচবিবি সীমান্তে বিএসএফের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

শনিবার ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৪৭, ৪৮ ও ৪৯ পিলারে বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করেন। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দেয়। ফলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। এ নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা বৈঠকে বসেন। সেখানে কাঁটাতার দেওয়া বন্ধ রেখে তা সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর ও এ বছরের ২১ জানুয়ারি বিএসএফ সদস্যরা কিছু অংশে কাঁটাতারের বেড়া দিতে চাইলে বিজিবির বাধায় তা বন্ধ হয়ে যায়। এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যরেখার পাশে ২০ ফুট দূরত্বে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায় তারা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন