আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝিনাইদহে ১৩১ শতক জমি দখলমুক্ত করলো সওজ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহে ১৩১ শতক জমি দখলমুক্ত করলো সওজ

ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ঝিনাইদহ পৌর এলাকার কাঞ্চনপুরে অভিযান চা‌লি‌য়ে সও‌জের ১৩১ শতক জ‌মি দখলমুক্ত করা হ‌য়ে‌ছে।

অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, সহকারী প্রকৌশলী স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মো. সোহেল রানা, র‍্যাব, ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সওজ থে‌কে প্রাপ্ত তথ্যমতে, জমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিল। এসব স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান, পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং এলাকায় মাইকিং করা হলেও স্থাপনা সরিয়ে নেয়নি অনেক দখলদার। যে কার‌ণে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান জানান, সড়ক বিভাগের অধিগ্রহণ করা ১৩১ শতাংশ জায়গায় দীর্ঘদিন ধরে দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে আবার তা বেদখল হয়ে গেছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করা হয়েছে। সর্ব‌শেষ সওজ রোববার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করে জায়গাটি বেদখল মুক্ত কর‌লো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন