আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাবার দল বিলুপ্ত করে বিএনপির মনোনয়ন নিলেন হুদা, রেলপথ অবরোধ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

বাবার দল বিলুপ্ত করে বিএনপির মনোনয়ন নিলেন হুদা, রেলপথ অবরোধ

কিশোরগঞ্জ–৫ (নিকলী–বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ইকবাল সমর্থকরা।

বুধবার দুপুরে ইকবাল সমর্থকরা সচরাচর রেলস্টেশনের রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

গত সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এর পর বুধবার সকালে কিশোরগঞ্জ–৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বাদ দিয়ে তাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইকবাল সমর্থকরা রেলপথ অবরোধে নামেন।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, রেললাইনের ওপর লোকজন অবস্থান নেওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন কুলিয়ারচর এলাকায় আটকা পড়ে।

গত ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যেসব সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন ওই তালিকায় কিশোরগঞ্জ–৫ (নিকলী–বাজিতপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল। একঘন্টা ট্রেন বন্ধ থাকার পর বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন