কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে স্ত্রী আত্মহত্যা করেছে৷
সোমবার (২৮ এপ্রিল) ভোররাতে কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ৪ সন্তানের জননী রোহিঙ্গা নুর কলিমা (২৬) একই ক্যাম্পের সোলেমানের স্ত্রী।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করলে আশে পাশের লোকজন তাকে তার নিজ শেডের দরজা ভেঙ্গে উদ্ধার করে ক্যাম্পের পার্শ্ববর্তী উন্নয়ন সংস্থা জি-কে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার্ড করেন। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, থানা পুলিশ এক রোহিঙ্গা গৃহবধূ লাশ উদ্ধার করেছে৷ তার সুরতহাল রিপোর্ট প্রেরণ করে কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে৷ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

