আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রার্থিতা ‘বাতিল’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যশোর-২ আসনের জামায়াত প্রার্থীর

আমার দেশ অনলাইন

প্রার্থিতা ‘বাতিল’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যশোর-২ আসনের জামায়াত প্রার্থীর
যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তবে নির্বাচন কমিশন অফিস জানিয়েছে, জামায়াতের প্রার্থী আপিল করার সুযোগ পাবেন এবং আপিলে তার ত্রুটির বিষয়ে যথাযথ তথ্য তিনি প্রার্থিতা ফিরে পাবেন।

এ অবস্থায় জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ তার নির্বাচনি আসনের ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে তিনি বলেন, ‘‘সম্মানিত ঝিকরগাছা-চৌগাছা উপজেলাবাসী,

Amardesh_Zamat

আসসালামু আলাইকুম। নির্বাচনি মনোনয়ন দাখিলের পর যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে ১টি আপত্তি দিয়েছে। উক্ত সংশোধনীসহ আপিল করার জন্য নির্বাচন কমিশন থেকে পরামর্শ প্রদান করা হয়েছে।

যে বিষয়ে আপত্তি দেওয়া হয়েছিল সেটা আমার অজ্ঞাত ছিল। ইতোমধ্যে আপত্তির বিষয়টি সমাধান করা হয়েছে। অনুগ্রহপূর্বক আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।

আমাদের বিজ্ঞ আইনজীবীরা আশ্বস্ত করেছেন, সংশোধনীসহ আপিল করলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী ২/১ কর্মদিবসে উক্ত সংশোধনীসহ আপিল করা হবে ইনশাআল্লাহ।

আপনাদের দোয়া, পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা একান্ত কামনা করছি। আপনাদের ভাই, ডা: মোসলেহ উদ্দিন ফরিদ সংসদ সদস্য পদপ্রার্থী ৮৬,যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা)।’’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন