হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের হলরুম ও মিটিং রুম ব্যবহারে রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশাসনের আচরণে বৈষম্যের অভিযোগ উঠেছে। উপজেলা জামায়াতে ইসলামীকে সভা করার অনুমতি না দেওয়া হলেও বিএনপি নেতারা উপজেলা পরিষদের প্রশাসক কক্ষে বৈঠক করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকালে প্রায় তিন–চার ঘণ্টা উপজেলা প্রশাসক কক্ষে বিএনপির শীর্ষনেতাদের নিয়ে বৈঠক করেন সৈয়দ শাহজাহান। এর আগে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে জামায়াতে ইসলামী উপজেলা পরিষদ হলরুম ব্যবহারের জন্য নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুমতি চাইলেও তা নাকচ করা হয়।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভুইয়া বলেন, আমরা লিখিতভাবে মিটিংয়ের অনুমতি চেয়েছিলাম। ইউএনও জানিয়েছেন নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক মিটিংয়ের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু বিএনপি কীভাবে একই ভবনে বৈঠক করল। আইন কি সবার জন্য এক নয় এ প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরো বলেন, কোনো কারণ না দেখিয়েই আমাদের আবেদন বাতিল করা হয়েছে। বিএনপিকে অনুমতি দেওয়া প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অনেকে বলছেন, প্রশাসনের অপর্যাপ্ত ব্যাখ্যা ও স্বচ্ছতার অভাবে রাজনৈতিক অঙ্গনে ভুল বোঝাবুঝি এবং সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের ব্যবহৃত মোবাইল নম্বরে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

