
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজ কিশোরী রীমা রানী সরকারকে (১৫) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর আপন মাসি শিল্পী সরকার ও তার স্বামী মোবারক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গলের আর. কে. মিশন রোডের একটি মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা রানী সরকার। পরে তার বাবা মতিলাল বিশ্বাস কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫)সহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলার তদন্তে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ একাধিক অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় মামলার এজাহারনামীয় দুই আসামি বদরুল আলম ও শহিদ মিয়াকে গত ৮ ও ১১ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে তাদের কাছ থেকে কিশোরীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় তদন্ত আরও জোরদার করে পুলিশ। পরে প্রিয়াংকা সরকারের ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণে রীমার অবস্থান শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে শুক্রবার রাতে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে রীমাকে উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, শিল্পী সরকার প্রায় দুই বছর আগে প্রেমের সূত্রে ধর্মান্তরিত হয়ে মোবারক মিয়াকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, তিনি পূর্বপরিকল্পিতভাবে দুর্গাপূজার দিন রীমাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেন এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সিলেটের ওই এলাকায় আটকে রাখেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে নিখোঁজ কিশোরী রীমা রানী সরকারকে (১৫) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর আপন মাসি শিল্পী সরকার ও তার স্বামী মোবারক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গলের আর. কে. মিশন রোডের একটি মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা রানী সরকার। পরে তার বাবা মতিলাল বিশ্বাস কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫)সহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করেন। মামলার তদন্তে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ একাধিক অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় মামলার এজাহারনামীয় দুই আসামি বদরুল আলম ও শহিদ মিয়াকে গত ৮ ও ১১ অক্টোবর গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তবে তাদের কাছ থেকে কিশোরীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় তদন্ত আরও জোরদার করে পুলিশ। পরে প্রিয়াংকা সরকারের ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণে রীমার অবস্থান শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে শুক্রবার রাতে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে রীমাকে উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, শিল্পী সরকার প্রায় দুই বছর আগে প্রেমের সূত্রে ধর্মান্তরিত হয়ে মোবারক মিয়াকে বিয়ে করেন। অভিযোগ রয়েছে, তিনি পূর্বপরিকল্পিতভাবে দুর্গাপূজার দিন রীমাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেন এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সিলেটের ওই এলাকায় আটকে রাখেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক।
১ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়ায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসাগুলো আনা হয়েছে বলে
৭ ঘণ্টা আগে
জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ঢাকার একটি চক্রের মাধ্যমে দুটি ডিভাইসসহ পরীক্ষায় বসেছিলেন। যোগাযোগ ডিভাইসের অন্য প্রান্ত থেকে তাকে বলা হয়েছিল, প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন।
৭ ঘণ্টা আগে