আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশে সংবাদ প্রকাশের পর সেই এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বদলি

কুমিল্লা প্রতিনিধি
আমার দেশে সংবাদ প্রকাশের পর সেই এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে বদলি

‘‘উপদেষ্টা আসিফ মাহমুদ জোর করেই আমাকে কুমিল্লার দায়িত্ব দিয়েছেন’’ শিরোনামে দৈনিক আমার দেশ এ সংবাদ প্রকাশের পর সেই কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে চট্টগ্রামে বদলি করেছে সরকার।

মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন-১ শাখার উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিনকে চট্টগ্রাম এলজিইডিতে বদলি করা হয়েছে।

আরও বলা হয়েছে- আগামী ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৪ ডিসেম্বর অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

উল্লেখ, গত ৯ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন বলেছিলেন আপনাদের সবার সামনে আমার বক্তব্যের যে বিষয়টা সেটা হলো আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা কামনা করা। ২০ বছরের মত আমি কুমিল্লা জেলার বাহিরে কাজ করেছি। ২০ বছর পরে কুমিল্লা জেলায় কাজ করার সুযোগ হয়েছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একরকম জোর করেই আমাকে কুমিল্লা জেলার দায়িত্ব দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন