আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সজলু তালুকদারকে পুলিশ ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সজলু তালুকদার (৪২) বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সজলু তালুকদার মধ্যনগর থানায় গত বছরের নভেম্বর মাসে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)এ.কে.এম.সাহাবুদ্দিন শাহীন বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন