ফেনীতে যুবককে কুপিয়ে হত্যা,দুই নারীসহ গ্রেপ্তার-৪

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২০: ১৬

ফেনীতে পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) এঘটনায় দুই নারীসহ ৪ জন গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে রোববার (২ নভেম্বর) রাতে জেলার সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের ফয়সল কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,উপজেলার জমাদার বাজারের চা দোকানদার জামশেদ আলমের সঙ্গে পার্শ্ববর্তী ফয়সল কলোনির ভাড়াটিয়া মামুন হোসেনের স্ত্রীর মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গোপনে ধারণ করা তাদের কিছু ছবি ও ভিডিও সুজন (২৫) নামে চর সাহাভিকারি গ্রামের যুবক সংগ্রহ করেন।

রোববার রাতে ওই ছবি ও ভিডিও নিয়ে সুজন মামুন হোসেনের বাসায় গেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মামুন হোসেন (৩৩), তার স্ত্রী আছমা বেগম (২৪) ও শাশুড়ি লিপি আক্তার (৪০) ধারালো অস্ত্র দিয়ে সুজনকে কুপিয়ে জখম করে।

এরপর স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।অভিযুক্ত মামুন হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌপাল্লি গ্রামের সোলেমানের ছেলে।

সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সুজনের মা রহিমা বেগম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এজাহারনামীয় প্রধান আসামি মামুন হোসেন, তার স্ত্রী আছমা বেগম, শাশুড়ি লিপি আক্তার এবং আবদুর রহিমের ছেলে জামশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত