পাটুরিয়া ফেরির পন্টুন থেকে পড়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪১

মানিকগঞ্জের পাটুরিয়া ৪ নম্বর ফেরি ঘাটের পন্টুন থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১ ঘন্টা খোঁজাখুঁজির পর ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত সোনাম উদ্দিনের ছেলে গোলাপ শেখ। মৃগ রোগ থাকায় হঠাৎ করে আজ বিকেল সাড়ে চারটার দিকে সে যমুনা নদীতে পড়ে যায়।

এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে চেষ্টা করলেও, পানির গভীরতা এবং স্রোতের কারণে তাকে উদ্ধারে ব্যর্থ হন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামলে আজ বিকেলে লাশ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। লাশটি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত